চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মহড়া ও সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান।
এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’। স্টেশন কর্মকর্তার পরিচালনায় অগ্নি নির্বাপক বিষয়ক মহড়ায় অংশ নেন হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিতি ছিলেন।
Post Views: ৫১