
বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ইসলামী ঘরোনার এক ব্যাংক
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে সূচক, লেনদেন ও শেয়ার দাম-সব কিছুতেই ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। সপ্তাহটির শেষভাগে ‘বড় মূলধনী খাত’ হিসাবে আলোচিত ব্যাংক খাতের শেয়ার নড়েচড়ে বসেছে। এই খাতের ইসলামী ঘরোনার একটি ব্যাংকের শেয়ার ছিল বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের শীর্ষে। ব্যাংকটি হলো-ইসলামী ব্যাংক