“স্টার নোজড মোল” বিশ্বের দ্রুততম খাদক !

এই প্রাণীটি পরবর্তী এলিয়েন সিকুয়েলের কেউ নয়। এটি হলো গিনেস রেকর্ডধারী স্টার নোজড মোল। এই প্রাণীগুলো হলো পৃথিবীর অন্যতম দ্রুততম খাদক। এর কারণ হিসেবে এদের এই অদ্ভুত স্টার (তারা) আকৃতির নাক এবং তীব্র ঘ্রাণশক্তি দায়ী।

এদের খাদ্যতালিকার সবচেয়ে পছন্দের খাদ্য হলো পোকামাকড়। এদের নাকের মাংসল টেন্ড্রিলগুলোই মূলত এদের শিকার শনাক্ত করতে সাহায্য করে থাকে। অন্যথায় এরা অন্ধ বলে বিবেচিত হতো,কারণ এদের চোখ নেই। আবার অন্যভাবে চিন্তা করতে গেলে এদের নাকই এদের চোখের অভাব পূরণ করছে।

এদের দ্রুত ঘ্রাণ নেয়ার যে ক্ষমতা সেটার সর্বনিম্ন নির্ণয় করতে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছেন এবং ঘ্রাণ নেয়ার এই ক্ষমতা দেখে তারা অবাক হয়েছেন। এই প্রাণীগুলো মাটিতে চলাচলের সময় তাদের বেলচার মতো নখগুলো ব্যবহার করে। তবে এরা কিন্তু চমৎকার সাঁতারু। এরা মূলত কানাডা এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশে বাস করে থাকে।
(তথ্য ও ছবি সংগৃহীত)