সিএমপি’র ৪ উপ-কমিশনার (ডিসি)কে অন্যত্র বদলি

সিএমপি’র ৪ উপ-কমিশনার (ডিসি)কে অন্যত্র বদলি করা হয়েছে।
এদিকে, সম-পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পুলিশের ভিন্ন ইউনিট থেকে সিএমপিতে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৬ উপ-কমিশনারকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মো. মোখলেছুর রহমানকে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে, উপ-কমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে, ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদিনকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে, দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সুলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।
এছাড়া গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে এবং প্রসিকিউশন শাখার উপ-কমিশনার এ.এ.এম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, এর মধ্যে উপ-কমিশনার মো. মোখলেছুর রহমান সিএমপিতে টানা ৮ বছর ৭ মাস ধরে আছেন। উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মদ ৬ বছর ৮ মাস ধরে আছেন। সিএমপির দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সুলতানা আছেন ৪ বছর ৭ মাস। আর উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদিন আছেন ৪ বছর ৫ মাস।
একই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আমিরুল ইসলামকে নগর পুলিশের উপ-কমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ1কমিশনার মো. আলমগীর হোসেনকে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।