রোহিঙ্গাদের সাথে মন খুলে কথা বলেন জাতিসংঘের মহাসচিব

রোহিঙ্গাদের সাথে জাতিসংঘের মহাসচিব

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি বিশেষ বিমানযোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজার পৌঁছান।
সেখান থেকে ২টা ১২ মিনিটে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সেখানে তিনি লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন।
এরপর জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠির মানুষদের সঙ্গে কথা বলেন।
অপরদিকে দুপুর ২টা ৪৫ মিনিটে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানকার কার্যক্রমগুলো পরিদর্শন করছেন।
এরআগে, কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
এরপর প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণে সম্প্রসারণ ও বর্ধিতকরণের কাজ পরিদর্শন করেন।
বিমানবন্দর পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিয়াম ফাউন্ডেশনে যান। সেখান থেকে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।