বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ‘ইফতার মাহফিল- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউরি এলাকায় একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান আয়োজন করে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন সোসাইটি (জ্যাকস)।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও জ্যাকস এর প্রধান উপদেষ্টা ইয়াসির সিলমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস. এম. শোয়েভ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অতিথি শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, বিভাগের অতিথি শিক্ষক এবং ‘এখন’ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন আহমেদ জিয়াদ, বিভাগের শিক্ষক ও জ্যাকস এর উপদেষ্টা সরওয়ার কামাল, মো. নকিব, তাসনুভা তাহসিন, অতিথি শিক্ষক হেদায়েতুল ইসলাম জুয়েল, রাফী তাহসিমা রহিম এবং সুধা মহাজন।
জ্যাকস এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যাকস এর সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার ইনচার্জ ড. এস. এম. শোয়েভ বলেন, শিক্ষক শিক্ষার্থীদের এই মিলনমেলা সবার সাথে সম্পর্ক মজবুত করার অন্যতম মাধ্যম। পড়াশোনার পাশাপাশি এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের অনেক বেশি এগিয়ে রাখে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রতি বছর রমজানে এই দিনটির জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। ইফতারের আয়োজন সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়। এমন আয়োজন ঈদের আনন্দকে পরিপূর্ণ করে।