বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও ত্যাগী রাজনীতিবিদ। তিনি শুধু গণমানুষের নেতা ও জননেতা ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যু দেশ ও রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।