বিএনপিকে নিঃশেষ করা যাবে না : ফারুক

বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, যতই আপনারা বিএনপিকে নিঃশেষ করার পরিকল্পনা করেন, কোনোদিনও আপনারা পারবেন না। কারণ যেই দলের নেতা শহীদ জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করেছেন। সেই শহীদ জিয়ার দলকে কখনো নিঃশেষ করা যাবে না।

শনিবার (১১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ জিয়ার কবর নিয়ে কথা বলবেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কথা বলবেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবেন এ দেশের মানুষ কখনো এটা মেনে নেবে না।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, দয়া করে ক্ষমতা ছেড়ে দিন; অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে আর নিপীড়ন নির্যাতন করবেন না। এ দেশের মানুষকে আর অবহেলা করবেন না। কারণ এ জাতি যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে।

চলমান আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান অনস্বীকার্য। তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছে এ কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচাররা ক্ষমতায় টিকে থাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বিএনপিকে নির্মূল করতে চাচ্ছে, ইনশাআল্লাহ বিএনপি নির্মূল হবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণ নেতাদের নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন এই দেশের সরকারপ্রধান হবে ইনশাআল্লাহ, আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।