নওফেল ও রনির বাসায় হামলায় ঘোষণায় আশে পাশে জনমনে আতংক
(ছবি সংগৃহীত)
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর বাড়ি অর্থাৎ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বাসায় হামলার ঘোষণার পোস্ট দেওয়ার পর থেকে চট্টগ্রাম নগরের চশমা হিল ও ষোলশহর রেলস্টেশন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক প্লাটফর্মে হামলার ঘোষণা দেওয়া হয়, যা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংঘটিত হওয়ার কথা ছিল। এই ঘোষণার পর থেকেই চট্টগ্রামের চশমা হিল ও ষোলশহর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সদস্যরা সতর্ক অবস্থানে চলে আসে।
এদিকে, চশমা হিল এলাকায় নওফেল পরিবারের বাসভবনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায়। হামলার শঙ্কায় সেখানে অনেক বাসিন্দাই সকাল থেকেই বাড়ির আশেপাশে অবস্থান নিতে শুরু করেন। তবে দুপুর ৩টা পর্যন্ত হামলার কোনো ঘটনা ঘটেনি, এমনটি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
তিনি জানান, আমরা বিষয়টি মনিটর করছি, আমাদের টিম অবস্থান করছে, তবে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি।
রেলস্টেশন ও চশমা হিল এলাকায় সকাল থেকে গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকলেও, হামলার কোনো দৃশ্যমান প্রস্তুতি দেখা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছিল।