“প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার” কাজির দেউড়ি কাঁচাবাজারে!

ক্লিন বাংলাদেশ “প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার” এর ৪র্থ বুথ উদ্বোধন কাজির দেউড়ি কাঁচাবাজারে!

নগরীর জলাবদ্ধতা ও প্লাস্টিক দূষণ রোধে ক্লিন বাংলাদেশ-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে “প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার” কর্মসূচি সফলভাবে পরিচালিত হচ্ছে। চকবাজার, বহদ্দারহাট ও আগ্রাবাদ কাচাঁবাজারের পর এবার কাজিরদেউড়ি কাচাবাজার-এ নতুন বুথ স্থাপন করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন জমা দিয়ে বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী— ছোলা, খেজুর, ছিড়া, আলু, পেঁয়াজ, ডিম ইত্যাদি সংগ্রহ করতে পারবেন।

কাজির দেউরি কাঁচাবাজারের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এই সময় মেয়র বলেন, ক্লিন বাংলাদেশ এর উদ্যোগটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই উদ্যোগে ক্লিন বাংলাদেশ-কে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। পাশাপাশি ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি বাস্তবয়নে ও প্লাস্টিক ও পলিথিন এর ফলে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে এই উদ্যোগ। সামনে ক্লিন বাংলাদেশ সংগঠনকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৪১টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার চালু করা হবে।

ক্লিন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি বলেন আমাদের শহরকে প্লাস্টিক ও পলিথিন নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সহযোগিতায় ক্লিন বাংলাদেশ এভাবে নগরীর প্রত্যেকটা পয়েন্টে চালু রাখার চেষ্টা থাকবে।
আমরা চেয়েছি সমস্যার একটি কার্যকর সমাধান দিতে—যেখানে পরিবেশ রক্ষা ও মানবিক সহায়তা একসাথে করা যায়। তাই, ‘প্লাস্টিক আনুন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিন’ এই ধারণা নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি শুধু প্লাস্টিক দূষণ রোধ করবে না, বরং নিম্ন আয়ের মানুষের জন্য রমজানের সময়ে সহায়তা হিসেবে কাজ করবে।”

প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার প্রোগ্রামটি পরিচালনা করছেন ক্লিন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক তানভীর রিসাত। তিনি বলেন তরুণ প্রজন্মের হাত ধরেই পরিবর্তন হবে আমাদের লাল সবুজের বাংলাদেশ। এই প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার এর মাধ্যমে শুরু হোক পরিবর্তন ও সচেতনতা। যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন না ফেলে জমা দিয়ে নিতে পারছে নিত্য প্রয়োজনীয় জিনিস যা মানুষকে একদিকে যেভাবে সচেতন হচ্ছে অন্যদিকে পরিবেশকে রক্ষা করতে ভূমিকা করছে। পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯.৩০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

নগরীর চারটি বুথ পরিচালনা করছে ক্লিন বাংলাদেশ টিম লিডার ফযলে জায়িদ আলভি, ইমন, জাহিদ, প্রমি, তানজিফা, পায়েল, নাজিফা, ইসরাত, আয়শা, সারু ইয়াজ, হাসান, পার্থ প্রমূখ।

এই সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুল করিম কচি, সাবেক সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি মোহাম্মদ শাহ আলম,
হাজী মুহাম্মদ আবু ফয়েজ সাবেক সাধারণ সম্পাদক বাগমনিরাম ওয়ার্ড, মুহাম্মদ ইসাক থানা বিএনপি যুগ্ম সম্পাদক, মুহাম্মদ ইদ্রিস সাবেক মহানগর যুবদলের সমবায় বিশেষ সম্পাদক, মুহাম্মদ আলাউদ্দিন সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহানগর যুবদল।

ক্লিন বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠন আশা করছে, এই উদ্যোগ নগরবাসীর মধ্যে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।