নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি সাগরময় আচার্য (২২) কে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ । 
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১১ টায় নগরীর জামাল খান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি সাগরময় আচার্য কে গ্রেফতার করে কোতয়ালী থানার একটি বিশেষ টিম। 
এই প্রসঙ্গে জানতে চাইলে কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন,  সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি সাগরময় আচার্য কে গ্রেফতার করা হয়েছে এবং এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণর প্রক্রিয়া অব্যাহত রয়েছে । 
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ জুলাই চুয়েট শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।