মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৬ দোকানদারকে জরিমানা :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ সোমবার নগরীর অলঙ্কার মোড়ের আব্দুল আলী হাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান , দৈনন্দিন কাঁচা বাজারের দোকানে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি করার অপরাধে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Post Views: ৫৩