কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাঙচুর !

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ডিগ্রি কলেজের আঙিনায় অবস্থিত শহীদ মিনারটি বৃহস্পতিবার ভাঙা অবস্থায় পাওয়া গেছে তবে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্থানীয়রা।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করার জন্য পুলিশ এবং প্রশাসনকে বলা হয়েছে। শহীদ মিনারটি ভাঙার কারণ ও জড়িত কারা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করছে’।

কলেজ সূত্রে জানা যায়, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকগণ এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর রাত আনুমানিক ২ টার দিকে বিকট শব্দ পেয়ে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন তিনটি স্তম্ভের মধ্যে দুইটি ভেঙে পড়ে আছে।

কলেজের নৈশপ্রহরী শামছুল আলম বলেন, ‘মাঝরাতে বিকট শব্দশুনে আমি বের হই। আশেপাশে খোঁজাখুঁজির পর শহীদ মিনারে গিয়ে দেখি দুইটি স্তম্ভ পড়ে আছে।’

গুনবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ‘রাত দুইটার পর কলেজের নৈশপ্রহরী সামছুল আলম আমাকে ফোন করে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভাঙা অবস্থায় দেখার খবর দেয়। কিছুক্ষণ পর সেখানে গিয়ে কাউকে দেখিনি।’