একদিন দেখা হবে : টিপলু বড়ুয়া

একদিন দেখা হবে-
সমুদ্র-তীরে দাঁড়িয়ে যেদিন
আমাকেই কাছে ডাকবে।
সাগরের ঢেউ হয়ে,
আকাশের ঐ বায়ু হয়ে
সেই তুমি আমাকেই ছুঁয়ে যাবে।

একদিন দেখা হবে-
গভীর রাতে আমি যখন
ঘুমে বিভোর হবো,
সেই তুমি মধ্যরাতের স্বপ্ন হয়ে-
আমারই কাছে আসবে।

একদিন দেখা হবে-
দূর আকাশের তারা হয়ে যেদিন
মিটিমিটি জ্বলবে,
নিজের চেনা পথ ভুলে গিয়ে যেদিন
আমার মেঠো পথে আসবে।

সেদিন দেখা হবে-
ঠিক সেদিন দেখা হবে।