আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি তাদের সরকারের আমলে যুদ্ধ অপরাধী এবং রাজাকার আলবদরদের সঙ্গে মিলে পাকিস্তানের দোসর হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত। আর এখন জনগণের উন্নয়ন হচ্ছে তা মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের সহ্য হচ্ছে না।
সেজন্য তাদের মাথা খারাপের অবস্থা হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষ্ণনগর গ্রামে বনগজ-কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন বাবুল প্রমুখ।
Post Views: ৭৬