নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
এর আগে সোমবার (১৭ মার্চ)ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি (৪৮), একই রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), তার স্ত্রী, আসমাউল হোসনা (২৩), নুর আলমের ছেলে মো. হাসান (১৫) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ ভোরে র্যাব-১১ সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধানসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।