চুমু না খেয়েও প্রেমের মুহূর্ত বোনা যায়: শ্রাবন্তী

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে লাইমলাইটে থাকেন। এবার তার ‘মালাচন্দন’ গানের কারণে খবরের শিরোনামে। কারণ গানটিতে তার ঘনিষ্ঠ দৃশ্যের শৈল্পিক রূপায়ন নজর কেড়েছে।নন্দিতা রায় ও শিবপ্রসাদ নির্মিত সিনেমা ‘আমার বস’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি শ্রাবন্তীর বিপরীতে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে ‘মালাচন্দন’ গান। এ গানে শ্রাবন্তী-শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এ দৃশ্যে জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতা শ্রাবন্তীর পিঠে লিখেন পরিচালক। ঘনিষ্ঠ দৃশ্যের এমন শৈল্পিক রূপায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

আলোচনার মাঝে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন শ্রাবন্তী। তার ভাষ্য— “এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার উপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।”