নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগী নৌ-পথে বালুবাহি বাল্কহেড ডাকাতি হয়েছে, ডাকাতদের ধরতে প্রশাসনের কোন তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।
তারা জানান, ডাকাতরা গত ২১ মার্চ শুক্রবার রাত ৯.৩০টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগী যাওয়ার পথে জলদস্যুর ডাকাতির কবলে পড়ে আবির এন্টারপ্রাইজ নামীয় বাল্কহেড জাহাজটির তেল, নগদ টাকা, ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ, স্টাফদের মোবাইল, ঘড়ি, নগদ টাকা সহ সমস্ত মালামাল ডাকাতি করে নিয়ে যায় যা আনুমানিক পাঁচ লক্ষ টাকার মালামাল ও ক্ষয়ক্ষতি সাধিত হয়।
এসময় জাহাজের পাঁচ জন স্টাফ যথাক্রমে পারভেজ সুকানি, দেলোয়ার মিস্ত্রি, হেলপার জিদান, সুজন, তানজিত প্রত্যেকেই ডাকাতদের আক্রমণে মারাত্মক আঘাত প্রাপ্ত হন।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শান্তির ব্যবস্থা করতে পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাঝি ও কার্যকরি সভাপতি নুরুল আলম মাষ্টার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজানে রোজা রেখে শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাঁরা প্রতিনিয়ত ডাকাতির কবলে পড়ে সর্বশান্ত হচ্ছে, তারা কাজের পরিবেশ ও জীবনের নিরাপত্তা পাচ্ছে না সরকারের নিকট। নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতারের দাবি জানান।