চট্টগ্রামের লালখান বাজার এলাকায় বস্তা বন্দী নারীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আখতারুজ্জমান উড়াল সড়কের নিচে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় খুলশী থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী জানান, আমি কোচিংয়ে যাচ্ছিলাম বাসে করে। তখন প্রায় সাড়ে ৪টা বাজে। বাসের জানালা দিয়ে আমি বস্তাবন্দি লাশটি দেখতে পাই। এরপর বাস থেকে নেমে ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ এসেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জানতে পেরেছি এটি একটি নারীর লাশ, যা বস্তাবন্দী অবস্থায় ছিল। ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানতে পারিনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।