রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা ঃমোহাম্মদ ইদ্রিস মিয়া

রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা—এমন অভিযোগ করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম দক্ষিণের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন,

বিএনপি নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং পটিয়া যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মাইমুনুল ইসলাম মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া।

বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, রেজাউল করিম নেছার, চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিম উল্লাহ, জিল্লুর রহমান, ইব্রাহীম কমিশনার, আবছার উদ্দিন সোহেল, দ্বীন মোহাম্মদ, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, সাইফুল খোকন, হোসেন টুটুল, আরিফ হাসান, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা তারেক রহমান, জাহেদুল ইসলাম সুজন, ইব্রাহীম মির্জা, জাহেদ মুজাহিদ, মোহাম্মদ রাসেল, সাদেক সাকের, মারুফ আবদুল্লাহ, মোহাম্মদ আজিম, আলমগীর মেম্বার, কেলিশহর ইউনিয়ন যুবদল নেতা মো. শওকত, মো. ইলিয়াস মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।