বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আজ ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতৃবর্গ গভীর শোক প্রকাশ করেন। উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং পৌরসভা বিএনপি’র সভাপতি আবু মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন এক শোক বার্তায় বলেন মরহুম আবদুল্লাহ আল নোমান ছিলেন শহীদ জিয়ার আদর্শের অনুসারী। আজীবন তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। তার মৃত্যুতে জাতি দেশের রাজনীতিক অঙ্গনের একজন সৎ, সাহসী, যোগ্যতাসম্পন্ন এবং দেশপ্রেমিক নেতাকে হারালো। নেতৃবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন, রুহের মাগফেরাত করেন এবং তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
