পরিবর্তন করা হলো চসিক’র লোগোর নৌকার ছবি


(সংগৃহীত)

দর্পণ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পতনের ৬ মাস পর নৌকার ছবি সরানো হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো থেকে। সেখানে নতুন করে যুক্ত হয়েছে জাতীয় ফুল শাপলা। এখন থেকে শাপলা ফুল সম্বলিত ডিজাইনেই ব্যবহৃত হবে চসিকের লোগো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৭ মিনিটে চসিকের ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেয়র স্যার দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তন করতে বলেছিলেন। তাই লোগো থেকে নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। আজ সকালে চসিকের ফেসবুক পেজ থেকে নতুন লোগোর ছবি আপলোড করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় এখনো লোগো পুরোনোটা রয়ে গেছে। দু’একদিনের মধ্যে সব জায়গায় থেকে পুরোনো লোগো সরিয়ে নেওয়া হবে।’