দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী একুশে পদক-২০২৫ (মরণোত্তর) এ ভূষিত
ডেস্ক নিউজ : চট্টগ্রামের উন্নয়ন সংগঠক , সমাজসেবী, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রাণপুরুষ, আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ ও দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী সমাজসেবায় একুশে পদক-২০২৫ (মরণোত্তর) ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে) নেতৃবৃন্দ।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক অভিনন্দন বার্তায় বলেন, সরকার প্রয়াত মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে সম্মানিত করেছেন। চট্টগ্রাম তথা সারাদেশের সাংবাদিক ও সাংবাদিকতা এবং দেশের উন্নযন অগ্রগতিতে অবদান রাখা এই উদ্যোক্তার সমাজসেবায় অনন্য অবদানকে স্বীকৃতি দিয়েছেন। এ জন্য সরকারকে ধন্যবাদ এবং পূর্বকোণ পরিবারের প্রতি প্রাণঢালা অভিনন্দন।
সমাজসেবায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকের জন্য মনোনীত হওয়া চট্টলদরদী এ মানুষটি
১৯২১ সালের ১৯ সেপ্টেম্বর রাউজানের ঢেউয়া হাজিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে সংবাদপত্র শিল্পসহ
বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখেন। ১৯৮৬ সালে তিনি দৈনিক পূর্বকোণ প্রকাশ করেন। ১৯৯২ সাল থেকে ডেইরি ও পোল্ট্রি শিল্পের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ডেইরি ও পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের আমৃত্যু সভাপতিও ছিলেন তিনি। চট্টগ্রামে প্রথম গবাদি পশু মেলারও উদ্যোক্তা তিনি।
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমনস্থল নিজ বাড়িতে কবির স্মৃতিচিহ্ন রক্ষা, নজরুল মেলা এবং নজরুল পাঠাগারও স্থাপন করেন। বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ধারাবাহিক সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
ইউসুফ চৌধুরী সবসময় চট্টগ্রামের উন্নয়নে সোচ্চার ছিলেন। কৃষি সংক্রান্ত বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ ও পরবর্তীতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন নেতৃবৃন্দ।