ডা: মো: কামরুল হাসান
প্রহরী তুমি ঘুমিওনা সদা জেগে থাকো
বিশ্বাস লয়ে খেলেছে যারা তাদের জেনে রাখো।
যারা আশার বানী শুনিয়েছে ঘুম ভাঙ্গানোর ভোরে।
সূর্যের আলো শুভা দিত, লাল সবুজের নীড়ে।
আহা বাংলা আমার, আহা বাংলা তোমার,
এই বাংলার রুপ দেখার ছিল।
খবরদার প্রহরী দূর্বল হয়োনা কপটতায় হীন ভাব স্বরণ ভুলনা
মৃগ আচরণের চেয়ে বিষ কি ভাল না।
শ্মসান তলে প্রতিভার প্রহরী, আজো হাহাকার করে
অন্তিম লড়াই লড়ছে প্রহরী, স্বদেশ অধিকারে।
সাম্যের বৈষম্য আর কত দেখব,
গণ অভ্যুত্থানে সংবিধানের বিপ্লবী ছবি আকঁবো।
আশার আলো নিভীয়ে দিওনা- ওহে প্রহরী
তোমার পানে রয়েছে চেয়ে বহু দঃখের দুঃখি।
দুঃখিরে বর এমন কেন হয়।
হয়তো প্রেমের আরেক নাম
জীবন দুঃখময়।
ধর্মতলার মানুষ গুলো ধার্মিক হলো নাকো
মনুষত্ব ভুলে রিপুর পশুত্বে মত্ব।
গুরু মশায় শিখিয়ে ছিল সত্য বলা চাই
সত্য কথা বলতে চেয়ে মত প্রকাশে বাঁধা পায়।
মনো ভূমির স্বাধীনতা তুমি কোথায় হারালে
আড়ালে থাকা হারামজাদা পিঁশাচী হাঁসি হাঁসে।
সত্যানু স্মরণ ও সত্যানুস্মরণ, সত্যানুস্মরণ করিও বারংবার
দেখিবে সূর্য উদীবে তোমার হৃদয়ের আবরণ।
ও আমার বুকের ভিতর শ্মসান জলে,
সপ্ন ভাঙ্গার সুখে।
প্রহরী তোমায় খুজে ফিরি
জন্মভূমির বুকে।