মৃত্যুর পরে
-টিপলু বড়ুয়া
===================
মৃত্যুর পরে- আমার সমাধিতে কেউ
ফুল দিও না,
কারণ, সমাধির ঝরা ফুলগুলো
আমি কখনো দেখবো না।
মৃত্যুর পরে- আমার জন্য কেউ
এক ফোঁটা অশ্রুও ঝরাবে না,
কারণ কারো কান্নার শব্দ
আমি আর শুনবো না।
মৃত্যুর পরে- আমাকে উৎসর্গ করে-
শত লোকের মুখে খাবার দিও না,
কারণ, কোনো খাবারেই আমার
ক্ষুধার জ্বালা মিটবে না।
মৃত্যুর পরে- আমাকে উৎসর্গ করে-
দু’পয়সা অর্থও ব্যয় করি না,
কারণ, প্রাণহীন জীবনে
আমার আর অর্থের প্রয়োজন হবে না।
Post Views: ১৪৫