দুর্ঘটনার পরও ঘণ্টাখানেক বেঁচেছিলেন রাইসির এক সহযাত্রী!

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও ঘণ্টাখানেক বেঁচেছিলেন তারই এক সহযাত্রী। তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন। ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী আল-হাশেম।

হাশেম তাবরিজ শহরের জুমার নামাজের ইমাম।

সেই সাথে তিনি পূর্ব আজারবাইজানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি।
এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ নামি জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল-হাশেম এক ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলেন।

নামি বলেন, ‘আরোহীদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। ’
সূত্র: বিবিসি