চট্টগ্রাম বন্দর জেটিতে মঙ্গলবার (১৪ মে) বিকেল ৩টা ৪৩ মিনিটে ভিড়েছে ‘এমভি জাহানমনি’। এরপর এই জাহাজ থেকে নেমে আসেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেনসহ ২৩ নাবিক। এসময় সেখানে আবেগ আপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। টানা ৬৪ দিন পর স্বজনদের দেখা পাওয়া নাবিকরা শুকরিয়া জানান স্রষ্টার দরবারে।
এমভি আবদুল্লাহ জাহাজের ডেক ক্যাডেট সাব্বির নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘প্রতিটি মুহূর্ত কেটেছে মৃত্যু আতঙ্কে। কখন কী হয়, পরিবারের সদস্যদের আর দেখতে পাবো কিনা? তা নিয়েই ভাবতাম জিম্মি থাকাকালীর প্রতিটি সময়। যখন মুক্তির খবর পাই, তখন মনে শান্তি আসে। গতকাল সোমবার সন্ধ্যায় আমাদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি নোঙ্গর কুতুবদিয়ার সমুদ্র উপকূলে নোঙর করে। আজ মঙ্গলবার বিকেলে আমরা বন্দর জেটিতে পৌঁছিছি। সবার পরিবারের লোকজনই এসেছেন। কতোটা যে ভালো লাগছে বলে বুঝানো সম্ভব নয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে এমভি আবদুল্লাহ। মঙ্গলবার বিকেল ৩টা ৪৩ মিনিটে এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছান ‘এমভি জাহানমনি’ নামের অপর একটি জাহাজের মাধ্যমে।
- চট্টগ্রাম বন্দর জেটিতে মঙ্গলবার (১৪ মে) বিকেল ৩টা ৪৩ মিনিটে ভিড়েছে ‘এমভি জাহানমনি’। এরপর এই জাহাজ থেকে নেমে আসেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেনসহ ২৩ নাবিক। এসময় সেখানে আবেগ আপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। টানা ৬৪ দিন পর স্বজনদের দেখা পাওয়া নাবিকরা শুকরিয়া জানান স্রষ্টার দরবারে।