(ফাইল ছবি)
তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে আহসান ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তাঁকে।
জানা গেছে, ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আহসান। তাঁর কাছে যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা ছাড়াও প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ছিল। তা সত্ত্বেও তাকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের কর্মকর্তারা।
জানা গেছে, বিতর্কিত ভিসা রেফারেন্সের জন্য ওয়াগানকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। অভিবাসন সংক্রান্ত আপত্তির কারণে এই সিদ্ধান্ত।’ যদিও কী কারণে সেই আপত্তি তা ব্যাখ্যা করা হয়নি।
যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচসহ শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
দেশটির দ্য নিউজ জানিয়েছে, এ ঘটনার বিবরণ দিতে কেকে ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে। আরেক পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হতে পেরেছে কেকে ওয়াগান লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।
শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ও আফগানদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি কূটনীতিকের সঙ্গে ঘটল এমন ঘটনা।