নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গায়
ভদন্ত শীলানন্দ মহাথের‘র একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মার্চ শুক্রবার দুপুরে করলডেঙ্গা মহাশ্মশান আর্য ভাবনা কুঠিরে ধুতাঙ্গ সাধক ও আর্যশ্রাবক ভদন্ত শীলানন্দ মহাথের‘র একক সদ্ধর্ম দেশনায়
সরিৎ চৌধুরী সাজু ও রিপন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী ভাষণ প্রদান করেন অ্যাডভোকেট সুজন কুমার বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন বিপ্লব বড়ুয়া বিভূ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান, সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, দীপঙ্কর বড়ুয়া, অঞ্জন বড়ুয়া প্রমুখ।
এছাড়াও মঙ্গলাচরণ করেন ইন্দ্রিয় সংযম ভিক্ষু ও পঞ্চশীল প্রার্থনা করেন ঝুলন বড়ুয়া। দেশনা প্রার্থনা করেন সুমন বড়ুয়া। মূল দেশনা পর্বের আগে বিভিন্ন অঞ্চল , গ্রাম ও সংগঠনের পক্ষে পুষ্প স্তবক ও সম্মাননা স্মারক, ক্রেস্ট ও এন কার্ড প্রদান করা হয়।
দেশনায় ধুতাঙ্গ সাধক বলেন, চিত্তকে স্থির করে কুশল কর্ম করে বুদ্ধ নির্দেশিত মুক্তির পথ “নির্বাণের” দিকে ধাবিত হতে হবে। মানবজীবন খুবই দূর্লভ, জীবনের এই ক্ষুদ্র পরিসরে সৎ কর্ম করে যেতে হবে। গৃহীরা পঞ্চশীল ও অষ্টশীল প্রতিপালন করে পূণ্য সঞ্চয়ের পাশাপাশি বহ প্রকারের পাপ কার্য সম্পাদন থেকে মুক্ত থাকতে পারেন।
তিনি ধ্যান সাধনার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ধ্যান মানুষের মন তথা চিত্তকে নিয়ন্ত্রণ ও স্থির করে। দীর্ঘ দেশনার পর সকলের মঙ্গল ও পরলোকগত জ্ঞাতি গণের উদ্দেশ্যে পূণ্য দান করে দিয়ে এই ধর্ম সভা সমাপ্ত হয়।
তার আগে ভোর ছয়টায় মহান ভিক্ষু সংঘের পিন্ডচারণ, বুদ্ধ পূজা, সিবলী পূজা এবং অষ্ট উপকরণ সহ সংঘদান করা হয়।
