সিএমপি’র অভিযানে ২৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে মোট ২৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি রোববার দুপুর থেকে ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুর পর্যন্ত পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে-আকবরশাহ থানার আসামী মঈনুল হোসেন গালিব (৩২), সদরঘাট থানার আসামী শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু (২৮), মোঃ নাহিদুল আলম এলিন (৪৩), মোঃ সফর আলী (৩৯), বন্দর থানার আসামী লিয়াকত আলী আরিফ (৪১), পাহাড়তলী থানার আসামী মিরসরাই মিঠানালা ইউপি আওয়ামী লীগের সদস্য মোঃ আলমগীর হোসেন মোর্শেদ (৪০), মোঃ রিয়াদ প্রকাশ রিয়াজ (২৬), কোতোয়ালী থানার আসামী মোঃ রবিন হোসেন (২৭), দূর্জয় চন্দ্র দাস (২২), মোঃ জানে আলম, আক্তার হোসেন শাকিল (২৫), চকবাজার থানার আসামী শেখ খান ইমন (২২), ইপিজেড থানার আসামী মনির হোসেন (২০), বাকলিয়া থানার আসামী মোঃ আরিফ (২৪), মোঃ ইউনুস (২০), মোঃ জসিম উদ্দিন (৫৪), পতেঙ্গা মডেল থানার আসামী মোঃ মাহমুদ ইকবাল (৩৪), চান্দগাঁও থানার আসামী মোঃ মনছুর আলম (৪৪), মোঃ আব্দুর রহিম (৩৭), কাজী মোঃ ইব্রাহীম শরীফ (৪৯), হালিশহর থানার আসামী মোঃ নাহিদুল আলম চৌধুরী (১৯), বায়েজিদ বোস্তামী থানার আসামী মোঃ চাঁন মিয়া (২০), পাঁচলাইশ থানার আসামী মোঃ বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), খুলশী থানার আসামী মোঃ রফিক (৪০) ও কর্ণফুলী থানার আসামী চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পেয়ার আহমেদ (৪৫)।

উল্লেখ্য যে, গ্রেফতাররকৃত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।