টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং) রাত ১ টার দিকে অসুস্থতাবোধ করলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং) সকাল ১১টায় গাউছে ছমদানি কুতুবে রব্বানী সুলতানুল অলি বাদশাহে চাটগাম হযরত সৈয়দ পীর বদর আউলিয়া (রাঃ আঃ) এর মাজার শরীফ চত্বরে নামাজে জানাজা শেষে মাজার শরীফ কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
জানাজা নামাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন সহ সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মোঃ নাসিরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী এবং সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু সহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ নাসিরুল আলম বেসরকারি টেলিভিশন আর টিভি, চ্যানেল-ওয়ান, দিগন্ত টেলিভিশন ও যমুনা টেলিভিশনে দক্ষতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
