পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজ নগরী গড়তে কুষ্টিয়ায় ৩০ হাজার শোভা বর্ধনকারী বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সুন্দরের পূজারী কুষ্টিয়ার জনমানুষের নেতা ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়াার স্বপ্ন দ্রোষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নির্দেশে উজ্জীবিত সেচ্ছাসেবক দল বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ রোপণ করছে। এই বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং প্রকৌশলী জাকির হোসেন সরকার ।
কর্মসূচির অংশ হিসেবে ২৩ মার্চ শনিবার কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে মজমপুর গেটে পর্যন্ত শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। কর্মসূচি শেষে প্রকৌশলী জাকির হোসেন সরকার কর্মসূচিতে অংশ গ্রহণকারী সেচ্ছাসেবক দলের মধ্যে ইফতারীর কূপন বিতরণ করে বলেন, আমরা কুষ্টিয়া শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি সবুজ নগরী গড়তে সক্ষম হবো ।
