কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। বৃহস্পতিবার (৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস্য জানা যাবে।
Post Views: ১১৪