ব্যালটে সিল মারার সময় হাতেনাতে ধরা পোলিং এজেন্ট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধভাবে ব্যালটে সিল মারার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার ৩২ কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডিত শাকির মিয়া ওই কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া, একই কেন্দ্রে অপর এক পোলিং এজেন্ট  হৃদয় মিয়াকে ভোটারদের ভোট প্রদানে প্ররোচিত করায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও রাকিব হোসেন নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হাবিবুর রহমান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।