বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক্টর পাহাড়ের খাদে পড়ে চালক নিহত
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার ১ নং রোয়াংছড়ি ইউনিয়নের কাইন্তার মুখ এলাকায় ইন্জিন চালিত ট্রাক্টর উল্টে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। এই সময় চালক গাড়ির নিচে চাপা পড়েন।তাৎক্ষণিক খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটা টিম ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন। ওই টিমে থাকা ফায়ার সার্ভিসের অনি বড়ুয়া জানান, খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর চাপা থেকে চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত ডাক্তার সেই চালককে মৃত বলে ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. ইকবাল হোসেন (৩৫) তার পিতার নাম দুলাল মিয়া। তার বাড়ি জয়নগর, লালমাই থানা, কুমিল্লা জেলা।