নিজস্ব প্রতিবেদক
ভোটের আগে দ্রব্যমূল্য পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, একটা নিজস্ব প্রতিবেদক মহল নির্বাচনের আগে পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। জনগণকে কষ্ট দিবে এটা শেখ হাসিনা মেনে নেবেন না।আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে মানিলন্ডারিং, দুর্নীতিবাজদের ছাড় দেবেন না। এই দুঃসময়ে যারা অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়িয়েছে তাদেরও ছাড় দেওয়া হবে না।
নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক উত্তেজনা সহিংসতায় রূপ নিতে পারে আশঙ্কা করে শামীম ওসমান বলেন, আগামী ১৫-২০ দিন নির্মম ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হবে।
সারা দেশে বড় ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করা হবে। যারা করাবেন তারা কিন্তু আরামে থাকবেন। ফেঁসে যাবে যারা করতে গিয়ে ধরা খাবে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা এসব করবেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য বলেন, কারো কথা শুনে ধ্বংসাত্মক কাজে যাবেন না। যারা নিরপরাধ তাদের সেভ করার চেষ্টা করা হবে। দরকার হলে নিজে আইনজীবী নিয়োগ করবেন। আর যারা অপরাধ সংঘটিত করছে এবং অপরাধের নির্দেশনা দিচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আজকে নারায়ণগঞ্জে যদি বলা হয় ধরো বিএনপি, পাঁচ মিনিটের মধ্যে বিএনপির প্রতিটা বাড়িতে হামলা হবে।
যারা করবে তারা আমার কর্মী। দোষ হবে আমার।
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ১০০ ভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সঠিক সময় নির্বাচন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আন্তর্জাতিক সম্পর্ক খুব মধুর থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।