বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে‘র নতুন কমিটির সভাপতি সুমন এবং বিশ্বজিৎ সাধারণ সম্পাদক

যুক্তরাজ‍্যের বৃহত্তম বৌদ্ধ সংগঠন Bangladesh Buddhist Council UK এর ২০২৫-২০২৭ পর্যন্ত নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সার্চিং কমিটি দ্বারা শর্ট লিস্ট হতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সুমন বড়ুয়া চৌধুরী ও সাধারন সম্পাদক পদে বিশ্বজিৎ বড়ুয়াকে অনুমোদন দেওয়া হয়েছে।

Executive Committee এর সদস‍্যরা সাংবিধানিক রীতি অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের মতামত ব‍্যক্ত করেন এবং ২ বছর মেয়াদী নতুন সাংগঠনিক কমিটি ২০২৫-২০২৭ অনুমোদন করেন।

যুক্তরাজ্যের বৃহত্তম বৌদ্ধ সংগঠন Bangladesh Buddhist Council UK কে একটি আন্তর্জাতিক সংগঠনে রূপদান ও জেতবন বিহার লন্ডন প্রজেক্টকে সাফল‍্যমন্ডিত করার ব‍্যাপারে নতুন সাংগঠনিক কমিটি আশাবাদ ব‍্যক্ত করেন। BBCUK এর Chief Spiritual Advisor শাসনকীর্তি ফ্রা এইচ মহিপাল মহাথের নতুন কমিটিকে আশীর্বাদ প্রদান করেন।

৮০ সদস্যের ঘোষিত নতুন কমিটিতে ধর্মীয় উপদেষ্টা পদে লন্ডনস্থ জেতবন বিহারের অধ্যক্ষ শাসনকীর্তি এইচ, মহিপাল মহাথের এবং উপদেষ্টা পদে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অঞ্জন কান্তি বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, রানা মুৎসুদ্দি, অরুণাংশু বড়ুয়া, প্রকাশ চৌধূরী, দীপক বড়ুয়া, সৌরভ বড়ুয়া, রত্না বড়ুয়া, রিপণ বড়ুয়া, পার্থ বড়ুয়া ও শুভংকর বড়ুয়া। কার্যকরী উপদেষ্টা পদে রয়েছেন সজীব চৌধূরী,কমিটির অন্যান্য পদে, সহ-সভাপতি টিপলু বড়ুয়া, সুলেখা বড়ুয়া,
শিমুল বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, মীরা বড়ুয়া, বিপ্লব
কিশোর বড়ুয়া, সোমা বড়ুয়া চৌধুরী, রয়েল বড়ুয়া।
সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্বজিৎ বড়ুয়া। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সুমন তালুকদার ও শীলময় বড়ুয়া শিপন। সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বড়ুয়া ও ভূবন আনন্দ সিংহ, দপ্তর সম্পাদক সুমিত বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অপর্ণা চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সৈকত বড়ুয়া
এবং প্রেস ও মিডিয়া সম্পাদক বিকাশ বড়ুয়া।