বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংগীতজ্ঞ জর্জ হ্যারিসনের ৮১তম জন্মদিন ছিল মঙ্গলবার। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যেসব অবাঙালি মহৎ মানুষের সাহায্য-সহযোগিতা রয়েছে, তিনি ছিলেন তাদের অন্যতম।
১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ও অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর। আয়োজক ছিলেন ভারতীয় সেতারবাদক ওস্তাদ রবিশঙ্কর ও তার বন্ধু বিটলসখ্যাত জর্জ হ্যারিসন।
অংশ নিয়েছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার ও রিঙ্গো রকস্টারের মতো তারকারা। এই অনুষ্ঠানেই জর্জ হ্যারিসন পরিবেশন করেছিলেন তার ঐতিহাসিক গান ‘রিলিজ দ্য পিপল অব বাংলাদেশ’। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সাহায্যার্থে ব্যয় হয়।
