বাঁচতে চায় ‘জয়শ্রী’
‘জয়শ্রী বড়ুয়া’ হতভাগ্য একটি শিশু যার জীবন এখনও ভালোভাবে শুরু হয়নি।
মাত্র ২ বছরের ছোট্ট শিশু জয়শ্রী বড়ুয়া আজ কঠিন এক প্রাণ রক্ষার লড়াইয়ের সম্মুখীন।
চট্টগ্রাম জেলার বোয়ালখালী বৈদ্যপাড়া গ্রামের বাবু মিশু বড়ুয়া ও তাঁর সহধর্মিণী শ্রীমতি টুম্পা বড়ুয়ার একমাত্র কন্যা সন্তান জয়শ্রী বড়ুয়া জন্মগতভাবে হার্টের ছিদ্রজনিত রোগে ভুগছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী জয়শ্রী বড়ুয়াকে গত ২৩ মার্চ ইন্ডিয়া ব্যাঙ্গালোর নারায়ণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং ডাক্তারের ভাষ্য অনুযায়ী তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। এতগুলো টাকা পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা করা সম্ভব নয় তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এই শিশুটিকে বাঁচাতে বিত্তবান ব্যক্তি ও সংগঠনের নিকট আকুল আবেদন জানিয়েছেন তার পিতা- মাতা।
তারা বলেন, সবাই যদি দয়া করে এই আমার অসহায় পরিবারের পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকেন তাহলে হয়তো আমার মেয়ে জয়শ্রী বড়ুয়া নতুন একটা জীবন পাবে। কলিতেই ঝরে যাওয়া থেকে একটি শিশু রক্ষা পাবে। সকলের সহযোগিতা কামনা করছি।
বাড়ির ঠিকানা: গ্রাম -বৈদ্যপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম।
মোবাইল নাম্বার :01890200594