বহদ্দারহাট কাঁচা বাজার ব্যবসায়ী কল্যান সমিতি ও দোকান মালিক সমিতি’র ইফতার বিতরণ

বহদ্দারহাট কাঁচা বাজার ব্যবসায়ী কল্যান সমিতি ও বরাদ্দ প্রাপ্ত দোকান স্টল মালিক সমিতির আয়োজনে প্রায় ৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৮ই মার্চ বহদ্দারহাট বাজার এলাকায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
দোকান স্টল মালিক সমিতির সভাপতি হাজী ইলিয়াস সেকু’র সভাপতিত্বে ও চাঁন্দগাও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবর আলম,সাবেক মৎস্য বিষয় সম্পাদক আলহাজ্ব বখতিয়ার, বিনপির সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুল আজিজ,
চাঁন্দগাও থানা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ম.হামিদ,কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানে আলম,সাধারণ সম্পাদক বদি সওদাগর, মহানগর যুবদলের সহ-সম্পাদক
মোহাম্মদ সাইদুল ইসলাম,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এম. আবু বক্কর রাজু,
স্টোর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজিদ হাসান রনি, আবু বক্কর বাবু, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাদ্দাম হোসেন, বিএনপি নেতা আবদুল মান্নান, খোরশেদ আলম, মুকতিয়ার,মোহাম্মদ মুরাদ,মঞ্জুর আলম,শিপু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বহদ্দারহাট বাজার সমিতির নেতৃবৃন্দ।