কক্সবাজারে আরো দুটি ট্রেন ফেব্রুয়ারি থেকে চলাচল করবে
চট্টগ্রাম : কক্সবাজার রুটে আরও দুটি ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে এ দুটি ট্রেন পহেলা ফেব্রুয়ারি থেকে চলাচল করবে।
সোমবার রেলের (পূর্বাঞ্চল) অ্যাসিস্ট্যান্ট চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেনের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর ফেব্রুয়ারির এক তারিখ থেকে এই দুটি ট্রেন চলাচল করবে।
দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, মোট আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন ২৯৭২ জন যাত্রী।
কক্সবাজার রুটে বর্তমানে দুটি আন্তনগর পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এবং একটি লোকাল ‘ঈদ স্পেশাল নাইন’ নামে চলাচল করছে। এই দুটি চালু হলে লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাবে। ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ২০২৪ সালের ১০ জানুয়ারি চালু হয় আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।
নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিট ছাড়বে। এটি কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আর ‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরীতে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।
অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে। আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।
‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে। এর মধ্যে রয়েছে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু। আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে। এর মধ্যে রয়েছে ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু।