স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন পাঁচরিয়ার ঐতিহ্যবাহী সংগঠন শহীদ জিনানন্দ-আচার্য্য গুণানন্দ স্মৃতি সংসদ ও পাঁচরিয়া মৈত্রী সংঘ এর উদ্যোগে সদ্ধর্মশাসনরত্ন বোধিমিত্র মহাথেরো’র স্মৃতি স্মরণে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বাথুয়া প্রগতি সংঘ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-০ গোলে আনোয়ারা বোধিরতন একাডেমী কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোল দুটি করেন বিপ্র বড়ুয়া ও দীপ্ত বড়ুয়া।
শুক্রবার বিকাল চার টায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক উপ পরিচালক শ্যামলমিত্র বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা এগ্রো এর ম্যানেজিং ডিরেক্টর কে এম আরফাজুল ইসলাম কায়সার, প্রধান বক্তা অধ্যাপক টিপলু বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম নয়ন, অধ্যাপক সত্যানন্দ বড়ুয়া, সাংবাদিক রাজু চৌধুরী, সপু বড়ুয়া, কৌটিল বড়ুয়া, তিলক বড়ুয়া ও সুমন ধর।
(বাথুয়া প্রগতি সংঘ)
(আনোয়ারা বোধিরতন একাডেমী)
ফাইনাল খেলা উদ্বোধন করেন লায়ন মানস বড়ুয়া রাসেল। তার আগে নৃত্য পরিবেশন করেন প্রমিতা ও প্রাচী বড়ুয়া।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দূর্জয় বড়ুয়া নয়ন ও অর্পন বড়ুয়া। আয়োজক কমিটির পক্ষে দুই দলের খেলোয়াড় এবং অতিথি বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন, জয় বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া,অনিক বড়ুয়া, শাওন বড়ুয়া, অন্তর বড়ুয়া, প্রবীর বড়ুয়া ইমন, উৎসব বড়ুয়া, সোহান বড়ুয়া ও জিসান বড়ুয়া।
সব শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল এবং প্রাইজ মানি প্রদান করা হয়।
মতামত ব্যাক্ত করতে গিয়ে বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। আর তরুণদের এই আয়োজন প্রতিবছর চালু থাকবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, বর্তমান দিন দিন মাঠের সংকট বাড়ছে তার সাথে যোগ হয়েছে মোবাইল নিয়ে সবার ব্যস্ততা যা শুধু মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়। নানা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারন। তাই খেলাধুলা চর্চা থাকলে অন্তত কিছু সময়ের জন্য হলেও শারীরিক ও মনমানসিকতা সুস্থ থাকবে।
সবশেষে মনোজ্ঞ ব্যান্ড পার্টি ও বাঁশির সুরে সুরে খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের নৃত্য, উচ্ছাস এবং আতশ বাজি ফুটানোর মধ্যে দিয়ে আনন্দ ঘন পরিবেশে সমাপ্ত ঘটে।