“নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রবিবার (২রা ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (Bangladesh Food Safety Authority) জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম এর উদ্যোগে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই নিরাপদ খাদ্য নিশ্চিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
Post Views: ৩৫