নগরের সদরঘাট এলাকা থেকে নিখোঁজ নির্মল বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি

নগরের সদরঘাট এলাকা থেকে নির্মল বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার রামু থানাধীন পূর্ব মেরংলোয়া।

রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে তিনি নিখোঁজ হন বলে পরিবার সূত্রে জানা যায়।

তাঁর সন্ধান চেয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ব্যক্তির মেয়ে অপর্ণা বড়ুয়া।
তিনি ‘চট্টগ্রামের দর্পণ’কে বলেন, বাবা হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নেওয়ার পর দুপুরে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। আরো জানান, তিনি মানসিকভাবে অসুস্থ। আমাদের বাড়ি কক্সবাজারের রামুতে হলেও সদরঘাটের পোস্ট অফিস গলির রফিক সওদাগরের ভাড়া বাসায় বসবাস করছি।
যদি সহৃদয়বান কেউ খোঁজ পান তাহলে যোগাযোগের অনুরোধ করেন মেয়ে অপর্ণা।
যোগাযোগের নম্বর: 01711556611, 01640853168