দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে!

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাবে ফেরি :

দেশে প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে।

পরীক্ষামূলক যাত্রা পেরিয়ে সোমবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এর মাধ্যমে চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত চলাচল করবে এই ফেরি সার্ভিস।

গত বুধবার পরীক্ষামূলক চলাচলে সাগরপথ পাড়ি দিতে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট সময় লেগেছে।

শুরুতে ফেরি ‘কপোতাক্ষ’ দিয়ে সন্দ্বীপ পথের ফেরি সার্ভিস শুরু হচ্ছে। দিনে দুইবার এই ফেরি চলাচল করবে। ফেরিটিতে একবারে ৬০-৭০টি যানবাহন চলাচল করতে পারবে।

সাগর বক্ষের দ্বীপ সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ফেরি সার্ভিস চালু করা। এরআগে একাধিকবার উদ্যোগ নিয়েও তা সফল হয়নি।

উত্তাল এ সাগর পথে স্পিডবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে চলাচল করতে হয় দ্বীপের মানুষের। এতে বিরূপ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন সময় ঘটা দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় বাঁশবাড়িয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবার উদ্বোধনের পর সকাল সাড়ে ৯টায় প্রথমবারের মত ফেরি যাত্রা করবে সন্দ্বীপের উদ্দেশ্যে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে সন্দ্বীপের উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ইতোমধ্যে ফেরি চালু করতে দুই প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে।

বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ারও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

ফেরি চলাচলে ফি ধরা করা হয়েছে- সাধারণ যাত্রী ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ৫০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯০০ টাকা, বাস ৩ হাজার ৩০০ টাকা, ট্রাক ৩ হাজার ৩৫০টাকা ও ১০ চাকার গাড়ি ৭ হাজার ১০০ টাকা ।