“দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল” পরিদর্শনে মোহাম্মদ মুসলিম চৌধুরী

সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী “দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল” পরিদর্শন

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থসচিব রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী শুক্রবার সকাল বেলায় রাউজান পাহাড়তলী “দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল” পরিদর্শন করেন।

তিনি বেসরকারী সংস্থা হিসেবে দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল পরিদর্শনে বিসিসিইউএল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু মহোদয়,বিসিসিইউএল ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া,ডিরেক্টর মার্কেটিং এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া,ডিরেক্টর বিশ্বজিত বড়ুয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বিসিসিইউএল জেনারেল হাসপাতাল চালু হওয়ায় বৃহত্তর রাউজান রাঙ্গুনিয়া স্বাস্থ্য সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সরকারের পাশাপাশি বেসরকারী খাতে স্বাস্থ্য সেবায় এই হাসপাতালের গুরুত্ব অপরিসীম। এছাড়া সমগ্র চট্টগ্রাম শহরের পাশাপাশি রাউজান রাঙ্গুনিয়ায় এই হাসপাতালের সেবা কার্যক্রম মাধ্যমে আলাদা সুনাম বৃদ্ধি পাবে। হাসপাতালের আউট ডোর-ইনডোর, মেডিসিন ও সার্জারীসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসা-সেবার মান আরও কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে ম্যানেজমেন্ট সাথে মতবিনিময় সভায় মিলিত হন।