দক্ষিণ বঙ্গপোসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জনকে ঈদ উপহার

র‌্যাব-৭, চট্টগ্রামের নিকট গত ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে দক্ষিণ বঙ্গপোসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অভিযান এবং নিবিড় তত্ত্বাবধাণের মাধ্যমে গত ২০১৮ এবং ২০২০ সালের ৭৭ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসে। উপকুলীয় এলাকায় ডাকাতি, জলদস্যুতাসহ নানামূখী অপরাধ প্রতিরোধে কার্যকর বিকল্প ব্যবস্থা হিসাবে ২০২৪ সালে র‌্যাব-৭, চট্টগ্রাম আরোও ৫০ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।

উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ মার্চ রবিবার বেলা সাড়ে এগারোটায় মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‌্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলে এই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি, অধিনায়ক, র‌্যাব-৭, চট্টগ্রাম, উপ-পরিচালক মেজর মোঃ সাদমান সাকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.আর. এম. মোজাফ্ফর হোসেন, মিডিয়া অফিসার, র‌্যাব-৭, চট্টগ্রাম, মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার, বাঁশখালী এবং জনাব মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ বাঁশখালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।