নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের চাচাত ভাই হিসেবে পরিচয় দিতেন শামীম রহমান (৩৩) এক নামে এক যুবক। শুধু তারেক রহমানের ভাই নন, এসএসসি পান না করলেও ব্যারিস্টার হিসেবে বিভিন্ন জনের কাছে পরিচয় দিতেন তিনি। দীর্ঘদিন তিনি এই দুই পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। সর্বশেষ বগুড়ার দুই রাজনৈতিক ব্যক্তিকে কেন্দ্রীয় যুবদল ও বগুড়া জেলা যুবদলের পদ পাইয়ে দেবার কথা বলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরা ৪নং সেক্টর থেকে তাকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি গ্রেপ্তার করে। তাকে বগুড়ায় নিয়ে আসার পর দুপুর ২টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো জানান।
গ্রেপ্তার শামীম রহমান বগুড়ার নিশিন্দারা কারবালা এলাকার মৃত লীলু মিয়ার ছেলে।