ট্রাক চাপায় ৫ জন মৃত্যুর ঘটনায় পলাতক ড্রাইভার আটক!

গত বছর কক্সবাজারের পেকুয়া উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় দম্পতি, শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাক চালক মো. মাসুদ মিয়াকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বুধবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ মিয়া ময়মনসিংহ জেলার শ্যামগঞ্জ থানার গৌরীপুর এলাকার আছর উদ্দিনের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর পেকুয়া চৌমুহনী সিএনজি স্টেশন হতে যাত্রী নিয়ে সিএনজি চালক মনিরুল মন্নান চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। সকালে ৭টার দিকে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি ড্রাম তার সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলে ভিকটিম মনিরসহ পাঁচ যাত্রী মারা যায়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় সিএনজি চালক মন্নানের বোন বাদী হয়ে কক্সবাজার জেলার পেকুয়া থানায় ড্রাম ট্রাকটির অজ্ঞাত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে পলাতক ট্রাক চালক মাসুদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে কক্সবাজার জেলার পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।