জাতীয় নাগরিক কমিটির সদস্য’ ও ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য’ ও ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছেন হকার ও স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাঁদের থানায় দেওয়া হলে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়
এই ঘটনায় ভুক্তভোগী মো. আজিম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে ইপিজেড এলাকার হকারদের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় দুজনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। 
দুই যুবক হলেন নোয়াখালী জেলার কবিরহাট থানার নরসিংহপুর গ্রামের আবদুল কাদের ইমন এবং বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম রাজাপুর গ্রামের মাঝিরবাড়ির আসাদুজ্জামান রাফি। গ্রেপ্তার দুজন জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির সদস্য বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ।